ছাত্রজীবনে মোবাইল & গেম আসক্তি থেকে মুক্তির কার্যকরী উপায়ঃ-
ক্লাসে ফার্স্ট হবার কার্যকরী উপায়ঃ-
Buy the microphone I use to record:
Students life এ আমরা সবাই চাই নিজের সেরাটা দিয়ে Exam এ একটা Excellent result make করতে। কিন্তু আমাদের মধ্যে Maximum students ই পারিনা আমাদের expectation অনুযায়ী সেই Excellent result টি achieve করতে। কিন্তু এমনটা কেনো হয়? কেনো আমরা যথেষ্ট ইচ্ছা থাকা সত্তেও নিজের Best দিয়ে Study করতে পারিনা? যদি আপনার মনেও এই প্রশ্নগুলো থাকে & এই problem এর একটা permanent Solution পেতে চান তবে এই ভিডিওটি প্রথম থেকে একটানা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারন আজ এই ভিডিওটিতে আমি আপনারদের সাথে এই সকল সমস্যার কিছু permanent effective solution শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক....
Num 1) Delete all Social Media apps
Students Life এ পড়াশুনায় ঠিকমতো মনোযোগ দিতে না পারার সবচাইতে প্রধান Destruction হলো Social Media... আজকালকার দিনে Maximum students রা এই social media র প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তারা একটা গোটা দিন social media যেমন Facebook,whatsapp, instagram, imo ইত্যাদি platform গুলো থেকে দূরে থাকার কথা ভাবতেই পারেনা। এই Virtual জগতের প্রতি তাদের addiction এমন মাত্রায় পৌঁছেছে যে পড়তে বসে, ঘুমাতে যাবার আগে, ঘুম থেকে উঠে, এমনকি খাবার সময়ও অনেক students ই মোবাইল ফোন use করতে থাকে। আর এভাবে কোনো ধরনের সত্যিকারের প্রয়োজন ছাড়াই প্রতিদিন প্রায় ৫-৬ ঘন্টা বা তার বেশি সময় Social media র apps গুলোতে Spend করার ফলে পড়াশুনার প্রতি maximum students দেরই attraction যত দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে। আর study র প্রতি আগ্রহ হারিয়ে ফেলার effect দেখা যাচ্ছে রেজাল্ট এর দিন। So exam এ একটা ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে অবশ্যই এই social media র প্রতি addition থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে সবচাইতে ভালো হয় আপনার smartphone থেকে Social media related যত apps আছে এই সবগুলোকে permanently delete করলে। কারন আর যাই হোক এই apps গুলো আপনার student life কে কোনোভাবেই better করে তুলবেনা। বরং এগুলো আপনার ভেতরে হতাশা, হিংসা-হিংসি, মাথা ব্যাথা, অস্থিরতা ইত্যাদির সৃষ্টি করবে। যেগুলো directly exam এ আপনার রেজাল্ট খারাপ হতে বাধ্য করবে।
Num 2) Utilise every single Second
আমাদের মধ্যে maximum students ই প্রায়ই বলে "আজ থাক কাল থেকে পড়বো। এখনো তো এক্সাম এর জন্য অনেক সময় আছে। এখন একটু খেলাধুলা করলে বা Entertainment করলে কিচ্ছু হবেনা"... কিন্তু এই কথাগুলো বলার মাধ্যমে একজন students নিজের অজান্তেই যে নিজের কতবড় ক্ষতি করে তা সে নিজেই বুঝতে পারেনা। কারন এভাবে আজ নয় কাল করতে করতে কখন যে exam চলে আসে তা সে নিজেও টের পায়না। ফলে আগে থেকেই ভালো preparation না থাকার কারনে স্বাভাবিকভাবেই exam এর রেজাল্ট ও খারাপ হয়। তো আমাদের উচিৎ
এভাবে procrastination করার মাধ্যমে নিজের productivity skill কে damage না করে প্রতিটি second কেই পড়াশোনার জন্য wisely utilise করা। কারন এই গোটা পৃথিবীতে সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসেনা। পরে হাজার বার আফসোস করলেও কোন কাজ হয়না। Topper students রা কখনোই আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখেনা। তারা প্রতিদিনের পড়া যত কষ্টই হোকনা কেনো প্রতিদিনই complete করে। যেখানে average & low level এর students রা আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে আর আগামীকাল আসলে তখন আবার সেদিনের পড়া তার পরেরদিনের জন্য ফেলে রাখে। আর এভাবেই কোনোকিছু বুঝে ওঠার আগে কখন যে exam চলে আসে তা তারা maximum ক্ষেত্রেই বুঝতে পারেনা। ফলে exam খারাপ হবার ফলে expectation অনুযায়ী রেজাল্ট ও ভালো হয়না। আর এখানেই একজন Topper student & average student এর মধ্যে পার্থক্য। তো আপনিও যদি exam এ একটা ভালো রেজাল্ট করার মাধ্যমে class এর Topper হতে চান তবে অবশ্যই হাতে থাকা প্রতিটি second কেই পড়াশোনার জন্য কাজে লাগান। কখনোই কোনো পড়া পরে পড়বো বলে ফেলে রাখবেন না।
সর্বদাই একটা কথা মনে রাখবেন Topper students রা জন্মগতভাবে Topper হয়না। তাদের ভাল রেজাল্ট করার পেছনে যেটি থাকে তা হলো Study related hard work & consistency.. যেটি চাইলে যেকোনো students দের পক্ষেই করা সম্ভব। So...আর দেরি না করে আজ থেকেই উপরে উল্লেখিত Tips গুলো Follow করে Study করা start করুন। Next exam এ আপনিই Top করবেন।
I hope this video will be helpful for you to make an excellent result in your next Board Exam.
#ExamTricks #StudyTips
Join us on:
Facebook:
Follow us on:
Twitter:
Follow us on:
Instagram:
Contact us at:
Email: askbmcyt@Gmail.com
0 Comments