৩০ জানুয়ারি ২০২০ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপপরিচালক ( উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সহকারী জনাব ফাহমিনা আক্তার ও জনাব মোঃ মাগফুর রহমান এর পরিচালনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভোক্তা স্বার্থ রক্ষায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য না দেয়া ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে ভোক্তা-অধিকার আইন,২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়। সার্বিক সহযোগিতা প্রদান করেন মেলায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। উল্লেখ্য, মেলা প্রাঙ্গণে কোন পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে মেলা প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করুন।
0 Comments